Engineering knowledge

Breaking

Friday 16 June 2017

সোলার প্যানেল পর্ব-২


সোলার প্যানেলের সংযোগ পদ্ধতি এবং হিসাব নিকাশ।

-------------------------------------------------
সোলার প্যানেল এর সিরিজ প্যারালাল সংযোগ হিসাবঃ
সোলার প্যানেল ডিসি বিদ্যুত সরবরাহ করে। ডিসি পাওয়ার লাইনে পজিটিভ(+), নেগেটিভ(-) দুটি পাওয়ার সংযোগ লাইন টার্মিনাল থাকে। তেমনি সোলার প্যানেলেও (+ -) দুটি সংযোগ পয়েন্ট থাকে।

প্যারালাল সংযোগঃ
একাধিক সোলার প্যানেল এর সকল (+) প্রান্ত এক সাথে এবং সকল (-) প্রান্ত এক সাথে যুক্ত করলে তাকে প্যারালাল সংযোগ বলা হয়। প্যারালাল সংযোগ সিস্টেমে ভোল্টেজ একই থাকলেও কারেন্ট এর পরিমান বেড়ে যায়। অর্থাৎ ওয়াট বেড়ে যায়।
যেমনঃ
17V3A(50W) এর 2টি প্যানেল প্যারালালে সংযোগ দিলে 17V ঠিক থাকবে কিন্তু কারেন্ট প্রবাহ হবে 3A×2=6A, তখন সোলার সিস্টেম হবে 17V3A×2=102W বা, 17V6A(100W)
17V3A(50W) এর 3টি প্যানেল প্যারালালে সংযোগ দিলে 17V ঠিক থাকবে কিন্তু কারেন্ট প্রবাহ হবে 3A×3=9A, তখন সোলার সিস্টেম হবে 17V3A×3=153W বা, 17V9A(150W)
17V3A(50W) এর 4টি প্যানেল প্যারালালে সংযোগ দিলে 17V ঠিক থাকবে কিন্তু কারেন্ট প্রবাহ হবে 3A×4=12A, তখন সোলার সিস্টেম হবে 17V3A×4=204W বা, 17V12A(200W)
যদি প্যানেলগুলো একই ওয়াটের না হয়, যেমন 3টি প্যানেল 17V3A(50W), 17V3A(50W), 17V6A(100W) এই ক্ষেত্রে এম্পিয়ার গুলো যোগ দিয়ে মোট এম্পিয়ার এবং ওয়াট গুলো যোগ দিয়ে মোট ওয়াট হিসাব করতে হয়।
17V(3A+3A+6A)=(50W+50W+100W)
বা, 17V12A(200W)

সিরিজ সংযোগঃ
একাধিক সোলার প্যানেল এর একটির (+) প্রান্ত অপরটির (-) প্রান্ত এইভাবে একের পর এক সংযোগ দিলে তাকে সিরিজ সংযোগ বলা হয়। সিরিজ সংযোগ সিস্টেমে কারেন্ট প্রবাহ একই থাকে (আপাত পক্ষে)কিন্তু ভোল্টেজ গুলি যোগ করে দিয়ে মোট ভোল্টেজ এবং ওয়াট গুলো যোগ করে দিয়ে মোট ওয়াট হিসাব করতে হয়।যেমনঃ
17V3A(50W) এর 2টি প্যানেল সিরিজে সংযোগ দিলে কারেন্ট প্রবাহ 3A ঠিক থাকবে কিন্তু ভোল্টেজ হবে 17V+17V=34V, তখন সোলার সিস্টেম হবে 34V3A(100W)
বিভিন্ন ওয়াটের সোলার প্যানেল সিরিজে সংযোগ দিলে সিস্টেমের সর্বোচ্চ আউটপুট পাওয়া যায় না। তাই সর্বোচ্চ ভাল ফলাফলের জন্য সিরিজে সংযোগের ক্ষেত্রে একই ওয়াটের প্যানেল সংযোগ দিতে হবে।

মিশ্র সংযোগঃ
সিরিজ ও প্যারালাল সংযোগ একত্রিত করে সংযোগ দিলে তাকে মিশ্র সংযোগ বলে। (যদিও ইলেক্ট্রনিক্সে মিশ্র সার্কিটে সিরিজ প্যারালাল হবার কোন নির্দিষ্ট সংখ্যা নাই)। সোলার সিস্টেমে একটি সিরিজে যতগুলো প্যানেল থাকে অনুরূপ সংখ্যক প্যানেলের সমন্ময়ে একাধিক সিরিজ প্যানেলকে প্যারালালে সংযোগ দেয়া হয়। যেমনঃ
17V3A(50W) এর ২টি প্যানেল সিরিজে সংযোগ দিলে সোলার সিস্টেম হবে 34V3A(100W)
17V3A(50W) এর ২টি প্যানেল সিরিজে সংযোগ দিলে সোলার সিস্টেম হবে 34V3A(100W)
এইরকম ২টি সিরিজ সিস্টেমকে প্যারালালে সংযোগ দিলে সোলার সিস্টেম হবে 34V6A(200W)
এইরকম ৩টি সিরিজ সিস্টেমকে প্যারালালে সংযোগ দিলে সোলার সিস্টেম হবে 34V9A(300W)
দেখা যাচ্ছে, সিরিজে সংযোগ দিয়ে ভোল্টেজ বৃদ্ধি পেল আর প্যারালালে সংযোগ দিয়ে এম্পিয়ার বৃদ্ধি পেল।এইভাবে, শুধু 12V এর সিস্টেমে যদি বেশী ব্যাটারী বা লোড সংযোগ করা হয় বা ব্যাটারী দ্রুত চার্জ করতে হয় তাহলে বেশী এম্পিয়ার দরকার হয় তখন প্যারালালে সোলার প্যানেল এর সংখ্যা বাড়িয়ে সংযোগ দিতে হবে।
24V এর সিস্টেম দরকার হলে, সিরিজে ২টি (দুই) সোলার প্যানেল এর সংযোগ দিতে হবে।
48V এর সিস্টেম দরকার হলে, সিরিজে ৪টি (চার) সোলার প্যানেল এর সংযোগ দিতে হবে।

আরও বেশী ভোল্টেজ এর সিস্টেম দরকার হলে তখন সিরিজে আরও সোলার প্যানেল এর সংখ্যা বাড়িয়ে সংযোগ দিতে হবে। আবার, বেশী ভোল্টের সাথে বেশী এম্পিয়ার দরকার হলে অনুরূপ একই সংখ্যক সিরিজ প্যানেলকে প্যারালালে সংযোগ দিয়ে মিশ্র সংযোগ করতে হবে।

সিরিজ, প্যারালাল ও মিশ্র সংযোগে মনে রাখতে হবে একেকটি 17V এর সোলার প্যানেল 12V হিসেবে ব্যবহার হবে, যদিও দেখা যায় ৪টি 17V এর প্যানেল সংযোগ দিলে ভোল্টেজ হয় 17V × 4 = 68V , মুলত ভোল্টেজ ড্রপ এর জন্য এটি 12V × 4 = 48V এর সিস্টেমের জন্য প্রযোজ্য।

*** সিরিজে এম্পিয়ার স্থির থাকে, ভোল্ট বৃদ্ধি হয়, ওয়াট বৃদ্ধি হয়,
প্যারালালে ভোল্ট স্থির থাকে, এম্পিয়ার বৃদ্ধি হয়, ওয়াট বৃদ্ধি হয়,
মিশ্র সংযোগে ভোল্ট, এম্পিয়ার, ওয়াট বৃদ্ধি হয়।

চলবে..........................................

লাইক, কমেন্ট শেয়ার করে একটিভ থাকবেন।

No comments:

Post a Comment