Engineering knowledge

Breaking

Friday 16 June 2017

এসি সার্কিটে পাওয়ার ফ্যাক্টর কম হলে কি কি সমস্যা হতে পারে?

আমরা জানি, P = VICosθ অনুযায়ী সার্কিটে সংযুক্ত লোডে সব সময় সমান পাওয়ার গ্রহন করে। তাই পাওয়ার ফ্যাক্টর এর মান কম হলে লোড বা মেশিনের কারেন্টের মান বেশি হবে, ফলে নিচের অসুবিধাগুলো দেখা দিবে-

১। কপার লস বেশি হবে

২। দক্ষতা হ্রাস পাবে

৩। মেশিনের সাইজ বেড়ে যাবে

৪। লোড অতিরিক্ত গরম হবে (এমনকি পুড়েও যেতে পারে)

৫। ভোল্টেজ রেগুলেশন দুর্বল হবে।

No comments:

Post a Comment