Engineering knowledge

Breaking

Friday, 16 June 2017

কিছু ইলেকট্রিক্যালের সাধারন প্রশ্ন দেখে নেয়া যাক

১) Dc লোডের পোলারিটি সমস্যা দূরিকরনের উপায় কি?
উত্তরঃ চারটি ডায়োডের মাধ্যমে ব্রিজ তৈরি করে এর পজেটিভ লোডের পজেটিভে এবং নেগেটিভ কে লোডের নেগেটিভে সংযুক্ত করে বাকি প্রান্ত দুটি কে যেভাবেই ব্যাটারি বা সোর্সের সংঙ্গে লাগানো হক না কেন লোড রান করবেই।
২) মাইকা ক্যাপাসিটর কে কি পোলারিটি অনুসারে সার্কিটে সংযোগ করতে হয়?
উত্তরঃ না এটির কোন পোলারিটি নেই। ইচ্ছা মতো সংযোগ করলেই হয়।
৩) সিঙ্গেল ফেজ এসি পদ্ধতি কয় প্রকার?
উত্তরঃ তিন প্রকার।a) এক ফেজ দুই তার। b) এক ফেজ দুই তার মধ্য বিন্দু আর্থ। c) এক ফেজ তিন তার।
৪) ডিজেল জেনারেটর চালু করন পদ্ধতি কি কি?
উত্তরঃ
a) ইঞ্জিন চালু করার পূর্বে লিংকেজ নাট বোল্ট খোলা আছে কিনা তা চেক করতে হবে।
b) ফুয়েল,লুব্রিকেটিং,কুলিং সিস্টেম ঠিক আছে কিনা চেক করতে হবে।
c) লোড সমূহ কে জেনারেটর হতে বিচ্ছিন্ন করতে হবে।
d) এবার জেনারেটর কে চালু করতে হবে এবং পূর্ন ভোল্টেজ জেনারেট হলে লোড সংযুক্ত করতে হবে।
৫) দুই ফেজ ও আর্থের মধ্যে শর্ট কি ধরনের ফল্ট?
উত্তরঃ আনসিমেট্রিক্যাল।
৬) পরিবহন লাইনের ট্রান্সপজিশনিং কি?
উত্তরঃ অসমান দূরত্বের আনব্যালান্স তিন ফেজ ওভারহেড লাইনের ব্যালান্স প্রতিষ্ঠা করার লক্ষে নির্দিষ্ট ব্যবধানে প্রতিটি তারের মধ্যে পারস্পারিক স্থান বিনিময়ের ব্যবস্থা কে ট্রান্সপজিশনিং বলা হয়।
৭) জেনারেটরের ফিল্ড এক্সাইটেশন বৃদ্ধি করলে প্রকৃত পাওয়ার কেমন থাকে?
উত্তরঃ বেড়ে যায়।
৮) সেনসর কি?
উত্তরঃ যে সকল ডিভাইস তাপ চাপ বল গতি প্রবাহ ওজন ইত্যাদি কে বৈদ্যুতিক সিগনালে রুপান্ত করতে পারে তাকে সেনসর বলা হয়।

ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা।


No comments:

Post a Comment