Engineering knowledge

Breaking

Friday 16 June 2017

সিঙ্গেল ফেজ মোটরে কেন Capacitor ব্যবহার করতে হয়?

যে সকল মোটর সিঙ্গেল ফেজ পাওয়ার দ্বারা চলে তাকে সিঙ্গেল ফেজ মোটর বলে। এই ধরনের মোটর গুলো ছোট মানের হয়ে থাকে। ১ HP এর চেয়েও ছোট হয়। বিশেষ ক্ষেত্রে ১ থেকে ১০ HP পর্যন্ত হয়।সিঙ্গেল ফেজ মোটরে AC Power Supply করা হয়। যখনি এর মধ্যে অল্টারনেটিং কারেন্ট সরবরাহ করা হয়, তখন এর মধ্যে অল্টারনেটিং চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়।

কিন্তু চুম্বক ক্ষেত্র থ্রি ফেজ মোটরের মত সিনক্রোনাস গতিতে গুরবে না। কারন অর্ধ পজিটিভ সাইকেল দ্বারা সৃষ্টি টর্ক ও অর্ধ নেগেটিভ সাইকেল দ্বারা সৃষ্টি টর্ক সমান ও বিপরীতমুখি হয়। ফলে দুটি টর্কের মিলিত মান শুন্য হয় বলে মোটর ঘুরতে পারে না।

এ জন্য Capacitor ব্যবহার করে ফেজ এঙ্গেল Difference সৃষ্টি করা হয় যাতে টর্কও Difference হয়। তখন মোটর ঘুরতে পারে। এজন্য আমরা যে ফ্যান ব্যবহার করি তাতে Capacitor লাগে।

ভালো  লাগলে শেয়ার করবেন বন্ধুরা।
ধন্যবাদ।

No comments:

Post a Comment