Engineering knowledge

Breaking

Friday 16 June 2017

ট্রান্সফরমারের Eddy current loss কমানোর জন্য আমরা পাতলা ল্যামিনেশন দেই কিন্তু পুরো ইন্সুলেশন করি না কেন??


উত্তরঃ
প্রাইমারি winding এর magnetic ফ্লাক্স secondary winding এ অধিক পরিমানে
induced হওয়ার জন্য আমরা আয়রন কোর ইউজ করি (air এর reluctance আয়রন থেকেও বেশি)। যে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো air এর মধ্য দিয়া যায় তারা secondary তে induced হয় না। তাই,আমরা এই ফ্লাক্স গুলো কে leakage
ফ্লাক্স বলি। এখন,আয়রন কোর এ যদি পুরু insulation ব্যবহার করি, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স এর জন্য reluctance(magnetic
resistance) বেড়ে যাবে। ফলে secondary winding এ induced ফ্লাক্স এর পরিমান আর ও কমে যাবে। এতে করে, transformer এর
efficiency ও কমে যাবে। তাই পুরো ইন্সুলেট করা হয় না।

No comments:

Post a Comment