Engineering knowledge

Breaking

Friday, 16 June 2017

ট্রান্সমিশন লাইনে কারেন্ট তুলনায় কেন ভোল্টেজ বেশী থাকে?



Ans:Transmission লাইনে কারেন্ট তুলনায় ভোল্টেজ বেশী থাকে এর প্রধান কারনগুলো হলঃ

1. লাইন লস ট্রান্সমিশন
ভোল্টেজের উল্টানুপাতিক
বিধায় লাইন লস কম হয় ।

2. লাইনে উচ্চ ভোল্টেজ হওয়ার
কারনে লাইনে কারেন্ট
কমে যায়, ফলে ভোল্টেজ ড্রপ কম
হয় এবং ভোল্টেজের উন্নতি হয়।

3. কারেন্ট কম হওয়ার
কারনে পরিবাহী তারের আয়তন
কম লাগে ফলে ট্রান্সমিশন খরচ কম
হয়।

লাইক, কমেন্ট এবং শেয়ার করে একটিভ থাকুন। আপনি চাইলে আমাদের লেখা বিভিন্ন ইলেকট্রিক্যাল গ্রুপে শেয়ার করতে পারেন।
আমরা অনুপ্রাণিত হয় যখন দেখি আপনারা আমাদের লিখা গুলো শেয়ার করছেন, কমেন্ট করছেন।

ধন্যবাদ।

No comments:

Post a Comment