Engineering knowledge

Breaking

Friday 16 June 2017

উপ-সহকারী জব প্রিপারেশন, ট্রান্সফরমারের জব সম্পর্কিত প্রশ্ন ট্রান্সফরমার-পর্ব-৩

প্রশ্ন–১. ট্রান্সফরমার ব্যাংকিং এর
প্রয়োজনীয়তা ব্যাখা কর।
উত্তরঃ তিন ফেজ সিস্টেমে ব্যবহারের জন্য
তিন ফেজ ট্রান্সফরমারের সিঙ্গেল
ইউনিটকে অথবা সিঙ্গেল ফেজ
ট্রান্সফরমারকে ব্যাংকিং করে তিন ফেজে
ব্যবহার উপযোগী করা যায়। কারন
বব্যবহারিক ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি উৎপাদন,
পরিবহন, বিতরণ তিন ফেজ পদ্ধতিতে হয়ে
থাকে।
প্রশ্ন–২. ট্যাপ (Tap) কি এবং কখন ব্যবহার
করা হয়?
উত্তরঃ উচ্চ বা নিম্ন ভোল্টেজ অবস্থার
সংশোধন করতে এবং সেকেন্ডারি
টার্মিনালে নির্ধারিত ভোল্টেজ আউটপুট
দিতে, উচ্চ ভোল্টেজের কিছু ট্রান্সফরমারে
ট্যাপ(Tap) প্রদান করা হয়। উচ্চ অথবা নিম্ন
ভোল্টেজ, উভয় অবস্থায় সাধারণত দুই এবং
একের অর্ধেক এবং নির্ধারিত প্রাইমারি
ভোল্টেজ থেকে পাঁচ শতাংশ উপরে অথবা
নিচে বিবেচনা করে ট্যাপ সেট করা হয়।
উদাহরণস্বরূপঃ যদি কোন ট্রান্সফরমারের
প্রাইমারিতে নির্ধারিত ভোল্টেজ
৪৮০ভোল্ট হয় এবং এটি লাইন ভোল্টেজ ৫০৪
ভোল্টে চলে তাহলে প্রাইমারিতে ট্যাপ
স্বাভাবিকের থেকে ৫% উপরে দিতে হবে
যাতে করে সেকেন্ডারিতে সঠিক ভোল্টেজ
রেটিং বজায় রাখা যায়।
প্রশ্ন–৩. অটো ট্রান্সফরমারকে
ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার হিসাবে
ব্যবহার হয় না কেন?
উত্তরঃ অটো ট্রান্সফরমারের প্রাইমারি ও
সেকেন্ডারি ওয়াইন্ডিং এর মধ্যে
ইলেকট্রিক্যাল সংযোগ থাকে, যা গ্রাহক বা
লোড সাইডে বিপদজনক অবস্থার সৃষ্টি করতে
পারে তাই অটো ট্রান্সফরমারকে
ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার হিসাবে ব্যবহার
হয় না।

প্রশ্ন–৪. ট্রান্সফরমারের ব্রীদার কি?
উত্তরঃ ট্রান্সফরমারের ট্যাংকে
জলীয়বাস্পমুক্ত অর্থাৎ শুষ্ক বাতাস
প্রবেশের জন্য ট্রান্সফরমারে যে প্রকোষ্ঠ
ব্যবহার করা হয় তাকে ব্রীদার বলে।
প্রশ্ন–৫. বুখলজ রিলে কোথায় লাগানো
হয় এবং কি ত্রুটিতে সংকেত দেয়?
উত্তরঃ ট্রান্সফরমারের ট্যাংক ও
কনজারভেটর এর মাঝে সংযোগ কারি
পাইপে লাগানো হয়। ট্রান্সফরমারের
ট্যাংকে ওয়াইন্ডিং ত্রুটি ও তৈলের গুনাগুন
নষ্ট হলে ইহা সংকেত দেয়।

প্রশ্ন–৬. ওপেন ডেল্টা বা V-V কানেকশন
কি?
উত্তরঃ যে পদ্ধতিতে দুটি সিঙ্গেল ফেজ
ট্রান্সফরমার দ্বারা ব্যাংকিং এর মাধ্যমে
তিনফেজ সরবরাহ দেয়া হয় তাকে ওপেন
ডেল্টা বা V-V কানেকশন বলে।
প্রশ্ন–৭. ট্রান্সফরমারের সারকুলেটিং
কারেন্ট কি?
উত্তরঃ ট্রান্সফরমার প্যারালেল
অপারেশনের সময় যদি উভয় ট্রান্সফরমারের
ট্রান্সফরমেশন রেশিও এক না হয় তাহলে
ট্রান্সফরমারের ইনডিউসড সেকেন্ডারি ই এম
এফ অসমতা বিরাজ করে এবং সঠিকভাবে
ফেজ অপোজিশন হয় না। ফলে লোড বা নো-
লোড অবস্থায় উভয় ট্রান্সফরমার ওয়াইন্ডিং
এ কিছু কারেন্ট আবর্তকারে প্রবাহিত হয় যা
সারকুলেটিং কারেন্ট নামে পরিচিত।
প্রশ্ন–৮. ট্রান্সফরমার প্যারালেল
অপারেশন কি? ট্রান্সফরমার প্যারালেল
অপারেশনের শর্ত কি কি?
উত্তরঃ অতিরিক্ত লোড বহন করার জন্য দুই
বা ততোধিক ট্রান্সফরমার প্যারালেলে
পরিচালনার করতে হয়। একটি
ট্রান্সফরমারকে অন্য একটি ট্রান্সফরমারের
সাথে অথবা সাধারণ বাসবারের সাথে
প্যারালেলে সংযোগ করাকে ট্রান্সফরমার
প্যারালেল অপারেশন বলে।
প্যারালেল অপারেশনের শর্তঃ
১) সকল ট্রান্সফরমারের ভোল্টেজ রেটিং
সমান হতে হবে অর্থাৎ ট্রান্সফরমেশন রেশিও
একই হতে হবে।
২) সঠিক পোলারিটি অনুযায়ী সংযোগ দিতে
হবে।
৩) প্রতিটির ফেজ সিকুয়েন্স একই হতে হবে।
৪) প্রাইমারি ও সেকেন্ডারি ভোল্টেজের
মধ্যে ফেজ ডিসপ্লেসমেন্ট একই হতে হবে।
৫) প্রতিটি ট্রান্সফরমারের সমতুল্য
ইম্পিডেন্স অবশ্যই নিজস্ব KVA রেটিং এর
উল্টানুপাতিক হতে হবে।
৬) প্রতিটি ট্রান্সফরমারের সমতুল্য
রেজিস্ট্যান্স ও রিয়াক্ট্যান্স এর অনুপাত
একই হতে হবে।
প্রশ্ন–৯. ট্রান্সফরমারের পোলারিটি না
জেনে ট্রান্সফরমার প্যারালেল অপারেশন
করলে কি কি অসুবিধা দেখা দিবে?
১) শর্ট সার্কিট অবস্থার দেখা দিবে।
২) নিজেদের মধ্যে সারকুলেটিং কারেন্ট
প্রবাহিত হবে।
৩) লোড কারেন্ট সরবরাহ হবেনা।
৪) ট্রান্সফরমার নষ্ট হয়ে যেতে পারে।

ট্রান্সফরমারের জব প্রিপারেশনে আরো পর্ব চলবে। আশা করি এই প্রশ্ন গুলো আপনাদের ট্রান্সফরমার কনসেপ্ট আরো ক্লিয়ার করবে।
বেশি বেশি শেয়ার করুন বন্ধুরা। আপনি চাইলে বিভিন্ন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স গ্রুপে আমাদের লেখা শেয়ার করতে পারেন।
আপনাদের শেয়ার, কমেন্ট আমাদেরকে অনুপ্রাণিত করে।
ধন্যবাদ।

No comments:

Post a Comment