Engineering knowledge

Breaking

Friday 16 June 2017

মোটরের ঘুর্ণনের দিক কি করে  পরিবর্তন করা যায়???



সাধারণতঃ ডিসি মোটরের + এবং - তার দুটি পরস্পর চেইঞ্জ
করে দিলেই তা উলটা দিকে ঘুরতে শুরু করে নির্বিবাদে।
কিন্তু এসি মোটরও কি তাই??
না!

Single Phase AC induction Motor এর
ক্ষেত্রে যদি আপনি Phase এবং Neutral চেইঞ্জ
করে দেন তথাপি সেটা আগের দিকেই ঘুরতে থাকবে।
সেক্ষেত্রে আপনি যদি ঘুর্ণনের দিক পরিবর্তন করতে চান
তবে এর স্টার্ট এবং রানিং উইন্ডিং এর যেকোন একটির (উভয়টির
একসাথে নয়) কানেকশান চেইঞ্জ করে দিন। যদি আপনার মোটরটি ক্যাপাসিটর স্টার্ট মোটর হয়
যেমনঃ সিলিং ফ্যান,

সেক্ষেত্রে আপনি ক্যাপাসিটরের তার দুইটির কানেকশান
পরস্পর পালটে দিলেই ফ্যানটি দিব্যি উলটো দিকে ঘুরতে শুরু
করবে।

এক্ষেত্রে উল্লেখ্য যে, Single Phase AC induction
Motor এর দুইটি উইন্ডিং থাকে-রানিং এবং স্টার্টিং। নাম শুনেই
বোঝা যাচ্ছে যে স্টার্টিং উইন্ডিং টি শুধুমাত্র শুরুতে থাকে আর
রানিং উইন্ডিং দিয়েই মূলতঃ মোটরটি চলে।

Three Phase Motor এর ক্ষেত্রে ব্যাপারটি আরো সোজা।
জাস্ট যেকোন দুইটি Phase-এর কানেকশান পরস্পর পালটে দিলেই
মোটরটি উলটো দিকে ঘুরতে শুরু করবে। কারণ সেক্ষেত্রে এর Phase Sequence চেইঞ্জ হয়ে যাবে।

যেমন যদি এর তিনটি Phase হয় R,Y,B তবে মোটরটির Phase
R,B,Y করে দিলেই তা দিব্যি উলটো দিকে ঘুরতে শুরু
করবে ।

ভালো  লাগলে  কমেন্ট, শেয়ার করে একটিভ থাকুন। আপনাদের শেয়ার, কমেন্ট  আমাদেরকে অনুপ্রাণিত করে।
ধন্যবাদ।

No comments:

Post a Comment