Engineering knowledge

Breaking

Friday, 16 June 2017

পাওয়ার ফ্যাক্টর কম হলে কি কি সমস্যা হতে পারে???


পাওয়ার ফ্যাক্টর লো হলে যে সব সমস্যা হতে পারেঃ

যেহেতু KVA পাওয়ার ফ্যাক্টর এর
সাথে ইনভার্সলি প্রপোসনাল (KVA=KW/
Cosθ) তাই পাওয়ার ফ্যাক্টর কমলে KVA
রেটিং বারতেছে। যার ফলে লো পাওয়ার
ফ্যাক্টরে লার্জ KVA রেটিং এর মেশিন
প্রয়োজন হচ্ছে ফলে খরচ বাড়তেছে।

যেহেতু কারেন্ট পাওয়ার ফ্যাক্টর এর
সাথে ইনভার্সলি প্রপোশনাল তাই
পাওয়ার ফ্যাক্টর কমলে কারেন্ট
বেড়ে যাচ্ছে। কারেন্ট বাড়লে অবশ্যই খরচ
বাড়বে তার কয়েকটি কারন-

১. যদি কারেন্ট বাড়ে তাহলে সেই
অতিরিক্ত কারেন্ট পাস করার জন্য
কনডাক্টর সাইজ বাড়াতে হবে। আর
কনডাক্টর সাইজ বাড়াতে হলে খরচ ও
বাড়বে।

২. যেহেতু কারেন্ট বেড়ে যায়
ফলে ট্রান্সমিশন লাইনে কপার লসও (I^2R
losses) বাড়বে। ফলে ট্রান্সমিশন লাইন এর
ইফিছিয়েঞ্চি কমে যাবে খরচ বাড়বে।

লো পাওয়ার ফ্যাক্টরে কারেন্ট
বাড়ার কারনে ট্রান্সমিশন লাইনে,
ট্রান্সফরমারে বেশি ভোল্টেজ ড্রপ
হবে ফলে ডিসট্রিবিউসন
ক্যাপাসিটি কমে যাবে।

লো পাওয়ার ফ্যাক্টরে সিস্টেম এর
হ্যান্ডেলিং ক্যাপাসিটি কমে যায়।
ফলে সেখানেও আলাদা খরচ বাড়বে।

কমেন্ট শেয়ার করে একটিভ থাকুন।

No comments:

Post a Comment