Engineering knowledge

Breaking

Friday, 16 June 2017

মোবাইল ও ডিজিটাল ক্যামেরায় কেন লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়???


বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স
সামগ্রী যেমন ঘড়ি, খেলনা, ক্যাকুলেটর,
টর্চলাইট, চার্জারলাইট, টেপ রেকর্ডার
ইত্যাদিতে বহু ধরনের ব্যাটারি ব্যবহৃত হয়।
ঐ ব্যাটারিগুলোর মধ্যে কয়েকটির নাম
সবার জানা আছে।


যেমন- ভোল্টার বিদ্যুৎ কোষ
ফুয়েল সেল ব্যাটারি
কার্বন ব্যাটারি
ড্রাইসেল ব্যাটারি
ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি প্রভৃতি।

এসব বিভিন্ন ধরনের
ব্যাটারি থাকা সত্ত্বেও মোবাইল ও
ডিজিটাল ক্যামেরা তৈরিকারি কোম্পানীগুলো এগুলো ব্যবহার
না করে তারা লিথিয়াম
ব্যাটারি ব্যবহার করে। পৃথিবীতে এ
পর্যন্ত যত ব্যাটারি আবিষ্কৃত
হয়েছে তাদের মধ্যে ব্যবহৃত
সবচেয়ে ভারি ধাতব পদার্থ হলো পারদ
আর হালকা হলো লিথিয়াম।এজন্য
মোবাইল ও ডিজিটাল
ক্যামেরা তৈরিকারি কোম্পনীগুলো মোবাইল
বা ক্যামেরা হালকা ও সহজ বহনযোগ্য
করার লক্ষ্যে এতে লিথিয়াম
ব্যাটারি ব্যবহার করে। আর লিথিয়াম
ব্যাটারিগুলোতে চার্জ বেশি সময় থাকার
পাশাপাশি মোবাইলের ওজন
কমাতে সহায়ক ভূমিকা পালন করে।

কমেন্ট এবং শেয়ার করে একটিভ থাকেন।

No comments:

Post a Comment