Engineering knowledge

Breaking

Friday, 16 June 2017

থ্রি-পিন প্লাগে আর্থ বা গ্রাউন্ড পিন বাকী দুইটি পিনের চেয়ে লম্বা থাকে কেন?

থ্রি-পিন প্লাগে (কম্পিউটার, ইউপিএস
ইত্যাদির পাওয়ার প্লাগ) সাধারণত আর্থ
বা গ্রাউন্ড পিন বাকী দুইটি পিনের
চেয়ে লম্বা থাকে।

এর কারণ
হলো প্লাগটি যেনো সকেটে লাগানোর
সময় আর্থ পিনটি সবার আগে কানেক্টেড
হয় এবং খোলার সময় সবার
শেষে ডিসকানেক্টেড হয়। এর
ফলে বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যদি কোন
স্ট্যাটিক চার্জ জমা হয়
তা মাটিতে চলে গিয়ে যন্ত্রটিকে সুরক্ষিত
রাখে।

No comments:

Post a Comment